2024 SUBHO BIJOYA Wishes Images – শুভ বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা
On the 10th day or last day of this festival, is called Vijaya or Dusherra. These days it is a little sad for Hindus. On this day Maa Durga is worshiped for the last time. On this day, all married women play Sindur on every puja pandal. And after that Maa Durga was dumped in the river
Beautiful Subho Bijoya wishes Images
On this day, Hindus enjoy eating a variety of sweets food, such as different kinds of sweets, sandesh and many more. here we present some Beautiful 2024 Subho Bojoya wishes images, Quots and status that you share with your friends family and loved ones
FAVFOTOর টিম থেকে আপনাকে এবং আপনার পরিবার কে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন.
Shubho Bijoya in Bengali font – Happy Durga Puja
পুজোর দিন কাটলো ভালো
জ্বলবে এবার নতুন আলো,
ভালো কাটুক দশমীর দিন
মিষ্টি মুখ হবে সারাদিন।
শুভ বিজয়া
ঢ্যাং কুর কুর বাদ্যি বাজে
সমাগত বিদায় বেলা
মার যে এবার যাওয়ার সময়
সাঙ্গ হল সিঁদুর খেলা
শুভ বিজয়া দশমী কবিতা – শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা ছবি 2024
দশমীর ঢাকের বোলে উদাস হল মন
ফিরব আবার কথা দিয়ে
মায়ের বিসর্জন
পুজোর দিন কাটলো ভালো
জ্বলবে এবার নতুন আলো,
ভালো কাটুক দশমীর দিন
মিষ্টি মুখ হবে সারাদিন।
শুভ বিজয়া
Subho Bijoya in Bengali Text
উৎসবের আজ শেষবেলা
শুরু হবে সিঁদুর খেলা,
মনের মাঝে রেখে মা কে
জল ছল ছল এই দুচোখে।
শুভ বিজয়া দশমী
ঢাকের কাঠি মিলিয়ে গেল
পুজো হল শেষ
প্রাণে শুধু জাগিয়ে রেখো
এই খুশির রেশ
Subho Bijoya wishes Images
ঠাকুর থাকবে কতক্ষণ
ঠাকুর যাবে বিসর্জন
সকলকে মা রেখো সুখে
বিজয়া হোক মিষ্টিমুখে
বিসর্জনের ঢাক উঠলো বেজে,
মন লাগে না কোনো কাজে,
নীল আকাশে সাদা মেঘের
নিত্য আসা – যাওয়া,
মায়ের আশীষে পূরণ হোক
সবার চাওয়া-পাওয়া…
শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা
Best Bijoya Dashami Image with quotes 2024
ভালো থাকা ভালবাসা
ভালো মনে কিছু আশা,
বেদনার দুরে থাকা
সুখের-স্মৃতি ফিরে দেখা,
বোধন থেকে বরণডালা
বিজয়া মানে এগিয়ে চলা!!
শুভ বিজয়া
শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা
ঢাকের কাঠির বিদায় সুরে,
উদাস করে মন…
চললেন মা মহামায়া,
আজকে বিসর্জন।
Bijoya Dashami Wishes in Bengali Font 2024
এবার মাগো বিদায় তবে
আসছে বছর আবার হবে
সবাইকে মা রাখিস সুখে
বিজয়া আজ মিষ্টি মুখে।
শুভ বিজয়া দশমী
দশমীর এই সন্ধে বেলা
শুরু হলো সিঁদুর খেলা,
মা এর ঘরে ফেরার পালা
চোখের জলে বিদায় বলা,
মা এর হলো সময় যাবার,
আসছে বছর আসবে আবার।
শুভ বিজয়া
শুভ বিজয়া দশমী – Subho Bijoya Dashami chobi, kobita, SMS
সুখের স্মৃতি রেখো মনে,
মিষে থেক আপনজনে,
মান অভিমান সকল ভুলে,
আসার প্রদীপ রেখো জ্বেলে!
মা আসবে এই আশা রেখে,
সবাই মিলে থেকো সুখে !!
শুভ বিজয়া
শুভ বিজয়া দশমীর প্রীতি
শুভেচ্ছা ও অভিনন্দন।
উৎসবের দিনগুলি কাটুক সুখে,
উৎসবের শেষ হোক মিষ্টি মুখে।
Subho Bijoya Dashami in Bengali – শুভ বিজয়া দশমী শুভেচ্ছা
শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা
ঢাকের কাঠির বিদায় সুরে,
উদাস করে মন…
চললেন মা মহামায়া,
আজকে বিসর্জন।
সকল স্বপ্ন পূরণ করে
মা চলে যান কোন সুদূরে,
মা-এর আসা, মা-এর যাওয়া
নতুন খুশির নতুন হাওয়া,
দুঃখ করে লাভ কি তবে,
আসছে বছর আবার হবে।
শুভ বিজয়া
শুভ বিজয়া দশমী এর শুভেচ্ছাবার্তা | Bengali Bijoya Dashami Images with Quotes
ঢাকের উপর ছিল কাঠি
পুজো হলো জামজামাতি,
আজ মায়ের ফেরার পালা
জানাই শুভেচ্ছা এই-বেলা।
শুভ বিজয়া
মনে বিষাদের সুর নিয়ে
জানাই মা-কে বিদায়,
এসো মা বছর বছর এরকমই
আনন্দও সুখের ডালি নিয়ে।
মিষ্টি মুখে জানাই সকলকে
শুভ বিজয়ার শুভেচ্ছা
Subho Bijoya Greetings Images
ঢাকের বাজনা হিমেল হাওয়া
সিঁদুর খেলা মায়ের যাওয়া.
দুঃখী মনে বিদায় দেওয়া,
আসছে বছর আবার পাওয়া..
শুভ বিজয়া
পাঞ্জাবিটা রইলো এবার,
শাড়িও রেখে দিস…
বছর বছর আবার হবে,
এটাই ভেবে নিস…
শুভ বিজয়া দশমী
Happy Vijaya Dashami – শুভ বিজয়া দশমী – Happy Durga Puja
আকাশ জুড়ে যাচ্ছে উড়ে,
সাদা মেঘের ভেলা,
বিসর্জনের সময় হলো,
ফুরিয়ে এলো খেলা…
আসছে বছর পুজোর দিনে
থাকবো কোথায় কে যে জানে,
যেথায় থাকো মায়ের সাথে
রেখো আমায় নিজের মনে।
শুভ বিজয়া
বাজে ঢোল বাজে ঢাক,
শুনে সবার লাগে তাক।
বিসর্জনে সবাই যাবে,
হাসি কান্না দুই পাবে।
সুখ দুঃখ মিলে মিশে,
শুভ বিজয়া জানাই শেষে।
Subho Bijoya Dashami Wishes in Bengali
বিজয়া দশমীর এই শুভ মুহূর্তে
সকলকে জানাই
অনেক অনেক শুভেচ্ছা…
কামনা করি মা দুর্গার আশীর্বাদে
সবার জীবন আনন্দে ভরে উঠুক।
শুভ বিজয়া দশমী
ঢাকের কাঠির মিষ্টি রেষ
পূজো এবার হল শেষ,
নতুন আশায় বাধি বুক,
সবার ইচ্ছে পুরন হোক,
আসছে বছর আবার হবে
কে জানে কে কোথায় রবে।
শুভ বিজয়া দশমী